ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছেছি : মুহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৭ জানুয়ারি ২০১৯

বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বের কাছে বাংলাদেশ আস্থার জায়গায় পৌঁছেছে।বাংলাদেশ নিজের যোগ্যতায় বর্তমান অবস্থায় এসেছে। আগে আমাদের ভিক্ষুক ও তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। আমরা সে জায়গা থেকে মধ্যম আয়ের দেশে পৌঁছেছি। এটা সম্ভব হয়েছে দেশের মানুষ ও প্রশাসনের জন্য।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বিদায়ী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, ব্যাংকিং বিভাগের সচিব আসাদুল ইসলাম, অর্থ সচিব আবদুল রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের টানা তৃতীয় পাঁচ বছর। এই পাঁচ বছর শেষে বাংলাদেশ এমন জায়গায় চলে যাবে যে এ গতি কেউ রোধ করতে পারবে না। আমরা গত ১০ বছরে বাংলাদেশের উত্তোরণ ঘটিয়েছি। বিশ্বের কোনো দেশ বাংলাদেশকে আর ভিক্ষুকের দেশ বলতে সাহস পায় না। দেশকে এ অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে আমি ভূমিকা রাখতে পেরেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি।

তিনি বলেন, আমাকে অনেকেই বলেন অবসরে কি করবো। বাংলাদেশে করার কোনো ক্ষেত্রের অভাব নেই। আমার সংগ্রহে ৫০ হাজার বই আছে। এগুলোর সব পড়া হয়নি। এগুলো পড়বো। আর আমি ৩৪টি বই লিখেছি। আরও বই লিখবো।

বিদায়ী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি সবার সহযোগিতায় এতদিন দায়িত্ব পালন করেছি। আগামীতেও দায়িত্ব পালন করার জন্য সবার সহযোগিতা চায়।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি