‘আমরা যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে চাই’
প্রকাশিত : ১৫:০৬, ১৪ মার্চ ২০১৯
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জিএসপি বিষয়ে কার্যকর ভূমিকা রাখার তাগিদ দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে চাই। ভবিষ্যতে আমাদের দেশের ভাবমূর্তিতে এটা ইতিবাচক ভূমিকা রাখবে। তাই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত এবং তাদের দূতাবাস এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
টিপু মুনশি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, যেখানে জিএসপি সুবিধা ফিরে পেতে চায় বাংলাদেশ সরকার।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের বেশ ভালো পরিবেশ রয়েছে। আমরা আশা করি ইউএস রাষ্ট্রদূত আমাদের কিছু ভালো বিনিয়োগকারী দেবেন। যারা এদেশে বিনিয়োগ করবেন।’
এ সময় যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানান টিপু মুনশি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার জানান, দুই দেশের মধ্যকার বাণিজ্য ইতিবাচক হারে বাড়ছে, যা আরো এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র।
তিন দিনের ইউএস ট্রেড শো চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। ২৬তম এ প্রদর্শনীতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬টি প্রতিষ্ঠান মোট ৭৪টি বুথ নিয়ে অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে প্রদর্শনী। সাধারণের জন্য টিকিটের মূল্য ৩০ টাকা এবং শিক্ষার্থীরা বিনামূল্যে এ প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন। প্রদর্শনীর দ্বিতীয় দিনে এডুকেশন ইউএসএ শিরোনামে এবং তৃতীয় দিনে বিজনেস ভিসা শিরোনামে দু’টি সেমিনারের আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে অ্যাপল, সিসকো, ডেল, মাস্টারকার্ড, পেপসিকো, বার্গার কিং, কোকাকোলা, ভিসা ওয়ার্ল্ডওয়াইডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কসমেটিক ও খাদ্য পণ্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এসএ/
আরও পড়ুন