ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

আমলা-এলগারে বড় স্কোরের পথে প্রোটিয়ারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১০ মার্চ ২০১৮

বোলিংয়ে রাবাদার থাবার পর ব্যাটিংয়ে ভাল শুরু করেছে প্রোটিয়ারা। এলেন এডগার ও হাশিম আমলার জোড়া হাফ সেঞ্চুরিতে বড় স্কোরের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত এলেন এডগার ১৬৭ বলে ৫৩ ও হাশিম আমলা ১৩২ বলে ৫১ রান তোলেন। এতে প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ৬০ ওভারে ১৪৬ রান। দ্বিতীয় দিনের আরও ৩০ ওভার খেলার বাকি রয়েছে।

এর আগে গতকাল টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও বেনক্রফটের দারুণ শুরুর পরও বেশি দূর এগোতে পারেনি অজিরা। ১৬১ রানে ৪ উইকেট পতনের পর ১৮২ রানেই শেষ আট উইকেট। তবে শেষ দুই উইকেটে অজিদের সংগ্রহ ৬০ রান। নাথান লায়নের ১৭ ও হ্যাজেল উডের ১০ রানের উপর ভর করে ২০০ এর কোটা পাড় হয় অজিরা। এর আগে ডেভিড ওয়ার্নার ৬৩ ও বেনক্রফট ৩৮ রান করেন। সব মিলিয়ে অজিদের সংগ্রহ দাঁড়ায় ২৪২ রান।

এদিকে চার টেস্ট সিরিজের ১-০তে জিতে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। তাই সিরিজ বাঁচা মরার লড়াইয়ে প্রোটিয়াদের জেতা ছাড়া বিকল্প দেখছেন না দলের অধিনায়ক ডু প্লেসি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটিই জানিয়েছেন তিনি।

সূত্র: ইউএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি