ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আমাকে ট্রলের শিকার হতে হয়নি : ঐশী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ৪ অক্টোবর ২০১৮

পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। ত্রিশ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’-এর মুকুট অধিকারি হয়েছেন তিনি। এবার চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মুকুট জয়ের পর নিজের অনুভূতি নিয়ে ঐশী বলেন, ‘এটাকে ইতিবাচকভাবে দেখছি। বড় কিছু হতে গেলে পদক্ষেপগুলোও বড় হতে হয়। সেক্ষেত্রে আমাকে সেভাবেই চলাফেরা করতে হচ্ছে।’

চীনে যাওয়ার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মানসিক প্রস্তুতি নিচ্ছি। কিছুদিন পর আমার যে গ্রুমার (নয়নিকা চ্যাটার্জী) রয়েছেন উনি আমাকে গ্রুমিং করাবেন। আমি শতভাগ এফোর্ট দেব। যতটা পরিশ্রম করা যায় তার সর্বোচ্চটা চেষ্টা করব। গ্রুমারকে ফলো করার চেষ্টা করব। আন্তর্জাতিক পর্যায়ে দেশকে উপস্থাপন করার মত করেই নিজেকে তৈরি করব।’

এবছরও প্রতিযোগিতাকে ঘিরে বেশকিছু সমালোচনা, বিতর্ক, বিদ্রুপ হয়েছে। এগুলো সম্পর্কে জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা; ভুল মানুষেরই হয়। অনেক সময় সহজ জিনিসগুলো নার্ভাসনেসের কারণে ভুলে যাই। তাছাড়া যেটা হওয়ার সেটা হয়েই গেছে। টপটেনের একজনের দ্বারা ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে আমার উপরও কিছুটা দায়ভার আছে বলে মনে করি। কিন্তু এটাকে বাড়তি চাপ নেওয়ার কিছু নাই।’

তিনি আরও বলেন, ‘আমার খুব একটা ভুল বোধহয় ছিল না। বাকিদের মতো আমাকে ট্রলের শিকার হতে হয়নি। ভুল থাকলে তো অবশ্যই ট্রল করত। দেশের মানুষ ট্রলের ক্ষেত্রে ছাড় দেয় না।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি