ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

আমাকে ধ্বংস করতেই পরকীয়ার অভিযোগ : শামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৩৭, ৯ মার্চ ২০১৮

ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ করছেন তার স্ত্রী হাসিন জাহান। কিন্তুএই অভিযোগ অস্বীকার করছেন শামি। এর জের ধরেই শামিকে চুক্তির বাইরে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এতকিছুর পর শামি দাবি করছেন, তার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে সব অসত্য। তাকে ধ্বংস করতে বড় গেমপ্ল্যান করা হয়েছে। এমনকি তার স্ত্রীর মানসিক অবস্থা ঠিক নাই বলেও  মন্তব্য করছেন তিনি।

তবে এতকিছুর পর শামি দাবি করছেন, তার বিরুদ্ধে আনা স্ত্রীর সব অভিযোগই অসত্য। তিনি পরকীয়ায় জড়িত নন। বরং মানসিক অবস্থা ঠিক না থাকায় হাসিন তার নামে যা তা অভিযোগ করছে।

অভিযোগের বিষয়ে এক সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন ক্রিকেটার মোহাম্মদ শামি।

প্রশ্ন: আপনার স্ত্রী প্রশ্ন তুলেছেন- মোবাইলে একাধিক নারীর সঙ্গে আপনি অশ্লীল চ্যাটিং করছেন। আপনার কী বক্তব্য?

শামি: দেখুন, এই যে চ্যাটিংয়ের কথা বলা হচ্ছে, সেটি প্রমাণও করতে হবে। যদি এই বাড়িতে কিছু হয়ে থাকে ওর সঙ্গে, তা হলে এখানেও নিশ্চয়ই অভিযোগ দায়ের করে থাকবে। কিন্তু যতই যা অভিযোগ করা হচ্ছে, সবই আইনিভাবে প্রমাণও করতে হবে।

প্রশ্ন: পাকিস্তানের এক মডেলের সঙ্গে আপনার সম্পর্কের কথা বলেছেন আপনার স্ত্রী। তা থেকে এমনকি- ম্যাচ গড়াপেটার সন্দেহও ছড়ানো হচ্ছে। কী বলবেন?

শামি: এটি পুরোপুরি আমার জীবনে অশান্তি সৃষ্টি করার জন্যই করা হচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কীভাবে একটির পর একটি অভিযোগ আমার ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। আজ এতটাই দূর পৌঁছে গেছে যে, ম্যাচ গড়াপেটার আঙুলও তুলছে আমার দিকে! আমি শুধু একটিই কথা বলব যে, সব কিছুই তদন্ত করে দেখা হোক। খোঁজা হোক আমি কী অন্যায় করেছি।

প্রশ্ন: হোলির দিন আপনি স্ত্রী ও বাচ্চাকে নিয়ে ইন্টারভিউ দিচ্ছিলেন। তখন তো আপনাদের খুব হাসিখুশি দেখাচ্ছিল। এমনকী ঘটল রাতারাতি যে, স্ত্রী এত গুরুতর অভিযোগ করলেন?

শামি: এটি তো সেসব চেয়ে ভালো বলতে পারবে যে, এত তাড়াতাড়ি এত পরিবর্তন কী করে জীবনে ঘটে যেতে পারে যে, তিন দিন আগে আমরা খুব হাসিখুশি ছিলাম আর তিন দিনের মধ্যে একেবারে তুফান এসে সব তছনছ করে দিল! ওর ওপরে হেনস্তা, অত্যাচারের অভিযোগ জমা দিচ্ছে। আমার বিরুদ্ধে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে মেলামেশার মাধ্যমে ম্যাচ গড়াপেটার দিকে আঙুল তুলছে। আমি তো এটিই বুঝতে পারছি না যে, ও কী করতে চায়! ওর মানসিক অবস্থাই তো ঠিক নেই মনে হচ্ছে। নাকি এটি আমার বিরুদ্ধে একটি বড় গেমপ্ল্যান, আমাকে ধ্বংস করার চেষ্টা। সেটিও হতে পারে।

প্রশ্ন : আপনার স্ত্রী বলেছেন- তিন বছর ধরে এ রকমই চলছে। অনেকবার শুধরে যাওয়ার কথা বললেও আপনি শোনেননি।

শামি: যদি তিন বছর ধরেই অত্যাচার চলেছে, তা হলে এতদিন চুপচাপ থাকল কেন? মাত্র তিন দিন আগে মুখ খুলতে শুরু করল কেন?

প্রশ্ন: এর আগে কখনও আপনাকে এসব নিয়ে অভিযোগ করেছেন হাসিন? আপনার অন্য নারীর সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে অশ্লীল চ্যাটিং বা তার ওপরে শারীরিক এবং মানসিক অত্যাচারের কথা কখনও জানিয়েছেন আপনাকে?

শামি: সবচেয়ে বড় কথা হচ্ছে- আমার যদি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক থাকে, তা হলে সেই মেয়েরাও তো কিছু প্রকাশ করে দিতে পারে। এসব অভিযোগই প্রমাণ করতে হবে। অনেক কুকর্মের অভিযোগই আমার ওপর চাপানো হচ্ছে। আমার একটিই কথা- সব প্রমাণ করতে হবে।

প্রশ্ন: এর পর কী হবে? আপনি কীভাবে এ পরিস্থিতির মোকাবেলা করবেন?

শামি: আমি আইনি পথেই এ ঘটনার মোকাবেলা করব। আমি ও আমার পরিবার সারা দিন ধরে ওর (স্ত্রী হাসিনের) সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমরা সবাই চেয়েছি, তার সঙ্গেই থাকতে। আমি একটিই কথা বলব- আমি বরাবর তাকেই ভালো বেসেছি। আমরা খুব সুখীও ছিলাম। তবে তার মাথায় নিশ্চয়ই কোনো জোরালো বুদ্ধি চলছে। খুব বড় কোনো ‘প্ল্যান’ চলছে। কী সেই পরিকল্পনা, জানার পরেই আমি আপনাদের সব কিছু বলতে পারব।

প্রশ্ন: হাসিনের সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছে?

শামি: আপনারা তার ফোন দেখতে পারেন। কাল থেকে অনেকবার বোঝানোর চেষ্টা করে গেছি যে, ঘরের ব্যাপার আমরা নিজেরা বসে সব ঠিক করি। আমার পরিবারও তাই চাই। বাচ্চার ভবিষ্যতের ব্যাপারও রয়েছে। কিন্তু ওর দিক থেকে সাড়া পাওয়া যায়নি এখনও।

প্রশ্ন: বোর্ডের চুক্তি থেকে আপনাকে বাইরে রাখা হয়েছে। সেটি নিয়ে কী বলবেন?

শামি: চুক্তিতে থাকতে না পেরে আমার খারাপ লেগেছে ঠিকই। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর আমার পূর্ণ আস্থা আছে। নিশ্চয়ই তারা সব দিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমি নিশ্চিত, বোর্ড আইনিভাবেই এ ব্যাপারে অগ্রসর হতে চাইবে।

 সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 টিআর/ এমজে

 

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি