আমাকে লাথি মেরে বের করে দিয়েছে : নওয়াজ
প্রকাশিত : ১১:০৬, ১২ আগস্ট ২০১৭
পাঞ্জাব প্রদেশের গুজরাটে শোভাযাত্রায় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফl ছবি : এএফপি
দুর্নীতির মামলায় উচ্চ আদালতের রায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত নওয়াজ শরিফ বলেছেন, কোটি লোক তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আর অল্প কয়েকজন মিলে তাঁকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করেছেন। জনগণের ম্যান্ডেট ছিঁড়ে ফেলা হয়েছে। কয়েকজন মিলে তাঁকে লাথি মেরে বের করে দিয়েছে। খবর জিও নিউজের।
‘ঐতিহাসিক’ বাড়ি ফেরার শোভাযাত্রার পথে শুক্রবার পাঞ্জাব প্রদেশের শহর গুজরাটে পৌঁছে ভাষণে এ কথা বলেন নওয়াজ।
আগের দিন ঝিলামে সমাবেশে ভাষণ দিয়েছিলেন নওয়াজ শরিফ। একই ভাষণের প্রতিধ্বনি করেন গুজরাটে। সমবেত সমর্থকদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা কি আমার বিরুদ্ধে রায়কে মেনে নিয়েছেন?’ না-সূচক জবাব দেন সমর্থকেরা। তখন নওয়াজ দেশে পরিবর্তন আনার চেষ্টায় সমর্থকদের সমর্থন কামনা করেন।
সদ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ বলেন, ‘নওয়াজকে কেন সরিয়ে দেওয়া হলো? কেউ আমাকে বলুন আমার বিরুদ্ধে অভিযোগ কী? বিচারপতিরা রায়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। জাতি জানতে চায় কেন আমাকে ক্ষমতাচ্যুত করা হলো?’
প্রসঙ্গত, দুর্নীতি মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করলে কিছুদিন আগে পদত্যাগ করতে বাধ্য হন পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ।
//এআর
আরও পড়ুন