ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আমাদের আত্মবিশ্বাস আছে অস্ট্রেলিয়াকে হারাতে পারব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৯, ৮ আগস্ট ২০১৭

এক যুগের টেস্ট ক্যারিয়ারে ৫৪ টেস্ট ম্যাচ খেললেও এখনও অস্ট্রেলিযার সঙ্গে খেলা হয়নি। এক প্রকার আক্ষেপই রয়ে গেছে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের। অবশেষে এবার সুযোগ আসছে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলার।

এতদিনে খেলতে না পারার আক্ষেপটা হয়ত কাটবে তাঁর। শুধু তাই না অধিনায়ক হিসেবে জয়ের মাধ্যমে রাঙাতে চান দেশকে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে বেতন-ভাতা নিয়ে গত কিছুদিনের টানাপোড়েনে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার সংকট কেটে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেটেও বয়ে এনেছে স্বস্তি। সোমবার চট্টগ্রামে অনুশীলন ক্যাম্পের তৃতীয় দিনে সেই রোমাঞ্চ উঠে এলো মুশফিকের কণ্ঠে।

তিনি বলেন, সব দলের সঙ্গেই খেলা হয়েছে, শুধু অস্ট্রেলিয়া বাকি ছিল। এবার অনেক বড় সুযোগ শুধু আমার জন্য না, আমাদের দলের জন্যও। চ্যালেঞ্জটা অনেক কঠিন, কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিতে পারব। যেটা আমরা ইংল্যান্ডকে দিতে পেরেছি। তিনি বলেন, ১২ বছরে অনেক কিছুই শিখেছি টেস্ট ক্রিকেটে। চেষ্টা করব সবকিছু কাজে লাগিয়ে ফল আমাদের পক্ষে নিয়ে আসতে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি