‘আমাদের জনগণকে আমাদেরকেই বাঁচাতে হবে’
প্রকাশিত : ১৩:১৬, ২৬ জুলাই ২০১৯
ডেঙ্গু নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে। আমাদের জনগণকে আমাদেরকেই বাঁচাতে হবে। তাই দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন কথা না বলে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘ডেঙ্গু নিয়ে সকলকেই সতর্ক হতে হবে। ডেঙ্গুকে সহজভাবে দেখার কোন উপায় নেই। এটার প্রকোপ আন্তর্জাতিকভাবে বাড়ছে, সে জন্য এটাকে উপেক্ষা করার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে জনগণ আতঙ্কিত ও উদ্বেগের মধ্যে রয়েছে। এমন অবস্থায় ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’
এ সময় ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের বক্তব্যকে নিজেদের মতামত বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তবে সংবেদনশীল মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য না দিতে পরামর্শ দেন তিনি। সেইসঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
এসএ/
আরও পড়ুন