ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের উদ্দেশে জামায়াতের আমীর

‘আমাদেরকে সাম্প্রদায়িকতার সবক দিতে হবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ২২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:১২, ২২ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদেরকে সাম্প্রদায়িকতার সবক দিতে হবে না। যুগ যুগ ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারে দলটির কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নিজেরা শান্তিতে থাকুন এবং অন্যদেরও শান্তিতে থাকতে দিন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ বারবার তার প্রমাণ দিয়েছে।’

এ সময় ভারতে সংখ্যালঘু হিসেবে বিবেচিতদের সাথে দেশটির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জামায়াতের আমির বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। সবাই এই দেশের গর্বিত নাগরিক। এ সময় আগামীর দেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

এদিকে, শনিবার (২১ ডিসেম্বর) রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে সিলেটের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘এমন কাজ করা উচিত নয়, ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ংকর পরিণতির মুখোমুখি হতে হয়। এটা কাম্য নয়।’

সংখ্যালঘুদের ওপর হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দাবি করি, যারা দুস্কৃতিকারী তাদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।

তিনি আরও বলেন, সবগুলো নির্যাতন কিন্তু ধর্মীয় কারণে হয়নি। আমি রাজনীতি করি এটা অপরাধ না। যে ধর্মের মানুষ হই না কেন এ দেশের নাগরিক হিসেবে আমার রাজনীতি করার অধিকার আছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি