ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছেন পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন তার মা। সম্প্রতি গণমাধ্যমের দেয়া এক সাক্ষাতকারে এমন কথাই বলেন তিনি। 

সাক্ষাতকারে তিনি বলেন, আমার ছেলে যে পরিমাণ পরিশ্রম করে দেশের জন্য, তা ভাবাই যায় না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে, সে এতটা পরিশ্রমী হতে পারে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে যে র‍্যাগিং চলত, তা এখন ভয়ংকর নির্মম হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। আমি এসব সহ্য করতে পারি না। আমার ছেলেকে এরশাদের সময় প্রচণ্ড মারধর করা হয়েছিল। এমনকি কয়েকবার অজ্ঞানও হয়ে গিয়েছিল। এটা কোনো সভ্য দেশে চলতে পারে না।

ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ করার বিষয়ে তার মা বলেন, আমি চাই দেশের প্রতিটি ক্যাম্পাস র‍্যাগিংমুক্ত হোক। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো মায়ের সন্তান যেন এমন অমানবিক পরিস্থিতির শিকার না হয়।

দেশ ও সমাজের জন্য পিনাকী ভট্টাচার্যের অবদান নিয়ে গর্ব প্রকাশ করে তাঁর মা বলেন, দেশের প্রতি তার ভালোবাসা ও আত্মত্যাগ সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় তাঁর পাশে আছি।

পিনাকী ভট্টাচার্যের মা তার বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে র‍্যাগিং বন্ধ ও একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি