ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

আমার বোরকা দেখতে কেমন: ইমাকে নারীদের প্রশ্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:২১, ৫ জুলাই ২০১৭

ছবি: বোরকা পরিহিত সৌদি নারী।

ছবি: বোরকা পরিহিত সৌদি নারী।

সৌদি আরবের একজন প্রখ্যাত ধর্মীয় নেতা, দেশটির নারীদের সূচিকর্ম করা কাপড় না পরতে নিষেধ করেছিলেন। সেই সাথে মেক-আপ নিতেও মানা করেছিলেন। কিন্তু সৌদি নারীরা তার আহ্বান অগ্রাহ্য করেছেন।

সৌদি ধর্মীয় নেতা মোহাম্মদ আলারাফে নারীদের এমব্রয়ডারি বা সূচিকর্ম করা `আবায়া` বা বোরকা না পড়ার জন্য এই পরামর্শ দেন। সৌদি নারীরা যে আবায়া পড়েন, তাতে মুখ, হাত এবং পা ছাড়া পুরো শরীর ঢাকা থাকে।

বিভিন্ন রঙের এবং হাল ফ্যাশনের অনেক আবায়া সৌদি আরবের মহিলাদের পরতে দেখা যায়।

কিন্তু মোহাম্মদ আলারাখে গত রবিবার টুইটারে এক পোস্টে বলেন, " হে কন্যারা, এমন আবায়া তোমরা কিনবে না, যেটাতে অনেক সাজ-সজ্জা আছে। এবং তোমাদের প্রতি অনুরোধ, কোন মেক-আপ ব্যবহার করো না।"

কিন্তু তাঁর এই ডাক অগ্রাহ্য করে উল্টো অনেক নারী তাদের আবায়া পরা ছবি টুইটারে পোস্ট করে জানতে চায়, তাদের কেমন লাগছে।

একজন নারী টুইটারে তাঁর আবায়া পরা ছবি পোস্ট করে জানতে চান, "শেখ, আমার আবায়া তোমার কেমন লাগছে? এর পরের বার আমি আরও রঙ ঝলমলে কারুকাজ করা আবায়া কিনবো।"

তবে মোহাম্মদ আলারাফে সৌদি আরবে বেশ জনপ্রিয়। তাঁর পোস্টটি রি-টুইট করা হয় ৩১ হাজার বার।

আরেকজন টুইট করেন, "আমি আমার চমৎকার খোলামেলা আবায়ার ছবি শেয়ার করতে চাই।"

মুসলিম ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখন আবায়ার গুরুত্ব বাড়ছে। হ্যারডসের মতো নামকরা দোকানেও এখন আবায়া বিক্রি হয়।

কিন্তু সৌদি আরবে ধর্মীয় রক্ষণশীলরা একে ফ্যাশন হিসেবে দেখতে নারাজ।

সূত্র: বিবিসি।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি