‘আমি এক নম্বরে কোনো দিন থাকতে চাই না’
প্রকাশিত : ০৮:৫৯, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:২৫, ৩০ নভেম্বর ২০১৮
সিনেমার নাম ‘দেবী’। আর নায়িকা জয়া আহসান। প্রযোজকও তিনি। তার প্রযোজনার প্রথম সিনেমাই সফল। কারণ শুরু থেকেই ‘দেবী’র প্রচারণায় ছিল ভিন্ন ভিন্ন কৌশল। কখনও সংবাদ পাঠিকা, কখনও র্যাম্পের মডেল, কখনও সিনেমা হলের টিকিট কাউন্টারে বসে টিকিট বিক্রি, আবার কখনও বা ম্যাজিশিয়ান হয়ে ম্যাজিক দেখানো, সবই করেছেন জয়া।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে নায়িকার। যেখানে জয়া তার প্রযোজনায় আসা নিয়ে কথা বলেন।
জয়া বলেন, ‘ফর্মুলা মাফিক সিনেমা না করে যে ভাবনায় বিশ্বাসী সেই ভিন্ন ভিন্ন ধারার সিনেমা করার বিশ্বাস থেকেই আমার প্রযোজনায় আসা। ‘মিসির আলি’ যেমন বাংলাদেশের এক বিশেষ চরিত্র। তাকে ‘দেবী’ সিনেমাতে ধরতে চেয়েছি। দেবী হরর ফিল্ম। বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছে। এক মাসের বেশি হয়ে গেল মাল্টিপ্লেক্সে হাউজফুল। এমনকি গ্রামের হলগুলোতেও দেবী দারুণ ব্যবসা করছে। এটা আমি ভাবিনি।’
অভিনেত্রী আরও বলেন, ‘কোনো বাংলা সিনেমা মার্কিন যুক্তরাষ্ট্রে এত শো পায়নি, দেবী যা পেয়েছে। কানাডায় ৫২টা আর অস্ট্রেলিয়ায় ২২টা শো হয়েছে।’
এক প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, ‘আমি খুব চেষ্টা করছি সিনেমাটা কলকাতায় আনার।’
জয়া কি বাংলা ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুনুন এক নম্বরের পরে আর সামনে এগিয়ে যাওয়ার কোনো নম্বর হয় না। তাই আমি এক নম্বরে কোনো দিন থাকতে চাই না। আর সত্যি বলতে কি, এই নম্বরের রেটিং তাদের জন্য যারা ফর্মুলার সিনেমা করেন। আমি তো তা করি না। আমি যে সব শিল্পমানের সিনেমা করি তার প্রেক্ষিতে দর্শক যদি বলেন, আমি অভিনয় জানি, পারি। আমি তাতেই খুশি।’
সূত্র : আনন্দবাজার
এসএ/