ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমি একা হয়ে গেলাম : দক্ষিণ মেয়র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে স্মরণ করে দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেছেন, তিনি (আনিসুল হক) আমাকে প্রতিটি কাজে পরামর্শ দিতেন। এখন আর কেউ আমাকে বড় ভাইয়ের মতো পরামর্শ দেবে না। আমাদের জুটি ভেঙে গেল। আমি এখন একা হয়ে গেলাম।

শনিবার দুপুরে বনানীর ৩২ নম্বর রোডের ৮০ নম্বর বাসায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ দেখতে এসে এভাবেই কথাগুলো বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

দক্ষিণ সিটি মেয়র বলেন, আমরা দু’জন মিলে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন দেখেছিলাম। রাজধানীবাসিকে একটি সবুজ নগর দিতে চেয়েছিলাম। ভবিষ্যতে সে স্বপ্নের কী হবে জানিনা। আমি এখন একা হয়ে গেছি। তিনি বলেন, বড় ভাইয়ের মতো সবসময় আমার পাশে ছিলেন মেয়র আনিসুল হক। এখন আমার কাছে সবকিছু সবকিছু যেন অন্ধকার লাগছে।

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি