ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

‘আমি এখন রেকর্ড ম্যান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ২৯ মে ২০২২ | আপডেট: ১৬:১১, ২৯ মে ২০২২

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৪তম শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে কোচ হিসেবে চারবার  ইউরোপীয়ান আসরের শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন কার্লোস আনচেলত্তি।

এর আগে ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলানের হয়ে এবং রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪ সালে তিনটি শিরোপা জয় করেছিলেন তিনি।

চারবার শিরোপা জয়ের মধ্য দিয়ে তিনি লিভারপুলের কোচ বব পেইসলি ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানকে পেছনে ফেলেছেন। বব পেইসলি ১৯৭৭, ১৯৭৮, ১৯৮১ ও জিনেদিন জিদান ২০১৬, ২০১৭, ২০১৮ শিরোপা জয় করেন।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে তাই এখন সবচেয়ে সফল কোচ আনচেলত্তি। এর আগে খেলোয়াড় হিসেবে মিলানের হয়ে ১৯৮৯ ও ১৯৯০ সালে দুটি শিরোপা জয় করেছিলেন আনচেলত্তি।

শনিবার রাতে প্যারিসের ফাইনালে লিভারপুলকে পরাজিত করার পর আনচেলত্তি বলেছেন, ‘আমি এখন রেকর্ড ম্যান।’

৬২ বছর বয়সী এই ইতালিয়ান বিটি স্পোর্টকে বলেছেন, ‘গত বছর ভাগ্যগুনে আমি এই ক্লাবে এসেছিলাম এবং দারুন একটি মৌসুম কাটিয়েছি। দুর্দান্ত একটি ক্লাবে দারুন প্রতিভাবান কিছু খেলোয়াড়ের সাথে কাজ করাটা সত্যিই সৌভাগ্যের। পুরো মৌসুমেই আমরা শীর্ষে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না যে, এমন মৌসুমও কাটানো যায়। আমরা সত্যিকার অর্থেই দুর্দান্ত খেলেছি। ম্যাচটা বেশ কঠিন ছিল। লিভারপুলকে রুখতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। বিশেষ করে প্রথমার্ধটা আমরা খেলতেই পারিনি। কিন্তু ম্যাচের শেষে মনে হয়েছে এবারের শিরোপাটা জয় করাটা আমাদের প্রাপ্য ছিল। এর থেকে বেশি কিছু বলার নেই।’

দলের মধ্যে আনচেলত্তি কখনই কারও উপর কোন কিছু চাপিয়ে দেননা। সবসময়ই বিভিন্ন বিষয় নিয়ে খেলোয়াড়দের সাথে আলোচনা করেন তিনি। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি যার প্রমাণ। 

আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি আমরা বেশ কয়েকটি কঠিন ম্যাচ পার করেই ফাইনালে উঠেছি। এই যাত্রায় সমর্থকরা আমাদের দারুনভাবে সহায়তা করেছে। ফাইনাল ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি