ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আমি ক্ষমাপ্রার্থী: লরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৫৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

সেন্ট্রাল লন্ডনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হওয়ার ঘটনায় আবারো অনুশোচনা প্রকাশ করলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক উগো লরি।

চলতি বছর আগস্টের শেষ দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কারাগারে ৭ ঘণ্টা কাটানোর পর জামিন পেয়েই ঘটনার জন্য ক্ষমা চান টটেনহ্যাম হটস্পার গোলরক্ষক।

বুধবার আদালতে হাজিরা দেওয়ার আগের দিন আবারও অনুশোচনা প্রকাশ করেন তিনি। তিনি জানান, গত মাসের ২৪ আগস্ট ঘটে যাওয়া ওই ঘটনা তিনি ভুলে যেতে চান।

তবে এ ঘটনার পর ক্ষমা চেয়ে তিনি তার বিবৃতিতে বলেন, ‘আমি আমার পরিবার, ক্লাব, সতীর্থ, কোচ ও ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।

তিনি আরো বলেন, ‘ঠিক প্রত্যেকের মতো আমারও ব্যক্তিগত জীবন আছে। আমি ভুল করেছি। আমাকে এটা মেনে নিতে হবে। পরিবার ও বন্ধুদের সমর্থন আমার সঙ্গে আছে। তাই আমি এখন খেলায় মনোযোগী হতে চাই।  

 

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি