আমি বিশ্বাস করে হেরে গেছি : সরোয়ার
প্রকাশিত : ১৮:০৪, ১ সেপ্টেম্বর ২০১৮
বরিশালে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমি আওয়ামী লীগকে বিশ্বাস করে হেরে গেছি (সিটি নির্বাচন)। এখানকার মানুষ আমাকে পাঁচ বার ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি বিশ্বাস করিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ এভাবে করতে পারে না। তারা গৌরনদী-আগৈলঝাড়াসহ বাইরের বিভিন্ন স্থান থেকে লোকজন এনে বরিশালবাসীর ভোট কেড়ে নিয়েছে, বরিশালবাসীর ওপর আগ্রাসন চালিয়েছে।
শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দলের যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি সরোয়ার।
সভায় অন্যান্যের মধ্যে উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অশ্বিনী কুমার হলের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ার। ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয় এবং ওষুধ বিতরণ করা হয়।
এসএইচ/
আরও পড়ুন