ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমি ভালো আছি: পেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাজিলের কিংবদন্তী সাবেক ফুটবল সম্রাট পেলে ভালো আছেন। গতকাল দিনভর তার মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভক্তদের হতাশ না করে হাসপাতাল থেকে নিজের ভেরিফাইড ইনস্টগ্রামে সুস্থতার কথা জানান দিয়েছেন তিনি। 

গত মঙ্গলবার থেকে সাও পাওলোর হাসপাতালে পেলে। শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, গত সেপ্টেম্বর থেকে অন্ত্রের ক্যানসারের জন্য কেমোথেরাপি চলেছে। সংক্রমণের কারণে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। গত বছর সেপ্টেম্বরে তার কোলনের টিউমার বাদ দেওয়া হয়েছিল। তবে এবার শরীরের কোন অঙ্গে ক্যানসার ছড়িয়েছে, তা হাসপাতাল বা পরিবারের তরফে জানানো হয়নি। কিন্তু শনিবার দিনের শুরুতেই তার অবস্থা গুরুতর বলে খবর ছড়িয়ে পড়ে স্থানীয় সংবাদমাধ্যমে।

সব শঙ্কা পাশ কাটিয়ে নিজের অবস্থার কথা জানালেন পেলে। ইনস্টাগ্রামে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, বন্ধুরা সবাই শান্ত এবং ইতিবাচক থাকুন। আমি অনেক শক্তিশালী এবং আশাবাদী। নিয়ম অনুযায়ী আমার চিকিৎসা চলছে। এখন পর্যন্ত চিকিৎসক এবং নার্সদের কাছ থেকে যে সেবা পেয়েছি তার জন্য ধন্যবাদ জানাতে চাই।

সূত্র: বিবিসি

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি