ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমিরের কাছে একটাই চাওয়া ক্যাটরিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

অভিনয়ের ‘মাস্টার’ আমির খানের কাছে বলিউড সেনসেশন ক্যাটরিনার হয়তো জানার আছে অনেক কিছুই। তবে আমির খানকে দেখলে তার মনে একটা প্রশ্নই ঘোরাফেরা করে। সেটি হচ্ছে আমির খানের খাদ্যাভ্যাস। কীভাবে ৫২ বছর বয়সেও আমির নিজেকে ফিট রেখেছেন। আমিরও না চিবিয়ে সহকর্মীকে সহজ উত্তরটা দিয়ে দিয়েছেন। 

আমিরের খাদ্যতালিকা জানলে যেন ক্যাট বিশাল কিছু পেয়ে যাবেন। একটাই চাওয়া ক্যাটের- আমিরের পাতের খাবারের খবর। কারণ এই লাস্যময়ী আমিরকে যতই দেখেন, ততই অবাক হন। এই বয়সে কীভাবে নিজেকে এভাবে ধরে রেখেছেন?

আমির তাকে জানিয়েছেন, তার পাতে যা থাকে তার অধিকাংশই অর্গানিক খাবার। এটা জেনে ক্ষান্ত হননি ক্যাট। ওখানে আর কী কী থাকে, কী ধরনের মসলা কতটুকু দেওয়া হয় ইত্যাদি জেনে তবেই তুষ্ট হয়েছেন ক্যাট। `লগন` তারকার খাদ্য রহস্য জানার গোটা প্রক্রিয়াটা ছিল বেশ মজার। দুজনই উপভোগ করেছেন বিষয়টি।

 অনেকেই জানেন, আমির খান খুব বুঝে-শুনে তার খাদ্যতালিকা বাছাই করেন। নিজেকে ধরে রাখার জন্য তার খাবারের তালিকাটাই অনুসরণ করবেন ক্যাট। হয়তো এর জন্য খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন আনতে হবে ক্যাটকে।  সূত্র : এমিরেটস।

 

//এআর 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি