ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আয়ারল্যান্ড-আফগানিস্তানের পয়েন্ট ভাগাভাগি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২৮ অক্টোবর ২০২২

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচটি। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুক্রবার টানা বৃষ্টির ফলে ম্যাচটি শুরুই হতে পারেনি, হয়নি টসও। তাই আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই হানা দিচ্ছে বৃষ্টি।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দলই। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের তিন ম্যাচের মধ্যে দুটিই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হারে আফগানরা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি বৃষ্টির কারণে। শুক্রবারও একই পরিণতি, আইরিশদের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করেছেন মোহাম্মদ নবিরা।

আগের ম্যাচে ইংল্যান্ডকে হারানো আইরিশদের মোট পয়েন্ট এখন তিন। তারা উঠে গেছে গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা নিউজিল্যান্ডেরও তিন পয়েন্ট। তবে নেট রানরেটে আইরিশদের চেয়ে এগিয়ে আছে কিউইরা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি