ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আর কোন বিতর্ক নয়, দেশ পরিচালনায় মন দিতে চান ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৯:২৭, ১৯ মে ২০১৭

আর কোন বিতর্ক নয় বরং দেশ পরিচালনায় মন দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
সফররত কলম্বিয়ার প্রেসিডেন্ট ম্যানুয়েল স্যান্তোসের সাথে ওয়াশিংটনে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প। এ’সময় নির্বাচনী অঙ্গীকার পূরণেই এখন কাজ করতে চান বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার সাথে তার প্রশাসনের আতাঁতের কথা আবারও নাকচ করে দেন তিনি। এ নিয়ে তদন্তে এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলারের নিয়োগকেও স্বাগত জানান ট্রাম্প। এছাড়া অপসারিত এফবিআই প্রধান জেমস কোমিকে অজনপ্রিয় হিসেবে মন্তব্য করেন ট্রাম্প।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি