ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আর কোনো সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসতে পারবে না : নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২৩:০০, ৮ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দল আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জাতি-ধর্ম নির্বিশেষে সবার শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করেছেন। শুক্রবার রাজধানীর বনানী হাইস্কুল প্রাঙ্গণে ঢাকাবাসী গারো সম্প্রদায় আয়োজিত দিনব্যাপী ‘ঢাকা ওয়ানগালা-২০১৭’ উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অনেক আগেই সাম্প্রদায়িক, জঙ্গি ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। এজন্য বঙ্গবন্ধুর কন্যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি মিয়ানমারে নির্যাতন, ধর্ষণ, হত্যাকাণ্ডের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে তিনি ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি পেয়েছেন। জাতীয় নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক, ধর্মান্ধতা শক্তির জ্বালাও-পোড়াও, হত্যাকাণ্ডের অভিজ্ঞতা দেশবাসী ভুলে যায়নি। আগামীতেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন অসাম্প্রদায়িক চেতনার এবং স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে জাতীয় নির্বাচনে বিজয় মুকুট পরাবে শান্তিপ্রিয় মানুষ।

মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন  খাতে উন্নয়ন ঘটাচ্ছে বাংলাদেশ, বিশেষ করে স্বাস্থ্য খাতের উন্নয়ন ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। বিশ্বব্যাংকসহ বিশ্ববাসি দেশের এগিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রাস্তায় রয়েছে বাংলাদেশ।

মন্ত্রী বলেন, উন্নয়ন কর্মসূচির মূলধারায় গারোসহ দেশের বিভিন্ন  জাতিসত্ত্বার  অংশগ্রহণ নিশ্চিত করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। প্রতিটি জাতিসত্ত্বা থেকে নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে, বৈষম্য দূর করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালে সাম্প্রদায়িক ও অপশক্তি দ্বারা দেশের কোনো জাতিসত্ত্বার সদস্যকে আক্রান্ত হতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে ঢাকা ওয়ানগালার নকমা দেবারসন মানখিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং, গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চিছাম, সেক্রেটারি খোকন রিছিল, দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল মানখিন প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন সার্বিক তত্ত্বাবধানকারী গিলবার্ট নির্মল বিশ্বাস।

 

আর/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি