ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

আর কোনো স্বপ্ন বাকি নেই রোনালদোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বের অনন্য এক নক্ষত্র। ইউরোপের অন্যতম সেরা ক্লাব স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেডের পর এখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন তিনি। ক্লাবের অনেক শিরোপার পাশাপাশি জাতীয় দল পর্তুগালকেও এনে দিয়েছেন মর্যাদার ইউরোর শিরোপা। এতো কিছু অর্জনের পর এখন নিজের আর কোনো স্বপ্ন বাকি নেই। এমনটাই জানিয়েছেন তিনি।

ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেল দেসিমপেদিদোসকে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

তিনি বলেন, ‘আমি এত বেশি সুন্দর জিনিস জিতেছি যে আমার আর কোনো স্বপ্ন বাকি নেই। আমি কখনো ভাবিনি আমার ক্যারিয়ার এতটা অসাধারণ হবে।’

এসময় রোনালদো আরও বলেন, ‘নতুন কোনো জিনিসের কথা জানতে চাইলে আমি বিশ্বকাপের কথা বলব। এই মুহূর্তে ক্যারিয়ার শেষ হলেও আমি এটি নিয়ে বেশ গর্বিত থাকব। অনেকেই আমাকে পছন্দ করে এবং অনেকেই করে না। আমাকে যারা পছন্দ করে আমি তাদের মাঝে নিজেকে মেলে ধরি। যারা সবসময় আমাকে সমর্থন করে এবং পাশে থাকে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি