আর ব্লক করা যাবে না জাকারবার্গের আইডি
প্রকাশিত : ১৮:৩৮, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:৫৩, ৫ সেপ্টেম্বর ২০১৭
ফেসবুক ব্যবহারকারী চাইলে তার অপছন্দের কোনো ব্যক্তির আইডি ব্লক করতে পারেন। বিশেষত আপনি যখন চান কারও ছবি বা পোস্ট আপনার ফেসবুক আইডির নিউজফিডে আসবে না বা কোনো ব্যক্তি আপনার আইডি দেখতে পারবে না অথবা আপনাকে মেসেজ দিতে পারবে না তখন আপনি সেই আইডিটিকে ব্লক করতে পারবেন। কিন্তু ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত আইডি আর ব্লক করা যাবে না। এমনকি তার স্ত্রী প্রিসিলা চ্যান এর আইডিকেও ব্লক করা যাবে না। আর ব্লক না করতে পারার এই কারণটিও বেশ চমকপ্রদ।
২০১০ সাল থেকে জাকারবার্গ আর তার স্ত্রী প্রিসিলা চ্যানের আইডি এতবার ব্লক করা হয়েছে যে তাদের আইডি আর ব্লক করা যাবে না। ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন অনুযায়ী, মার্ক জাকারবার্গ তার ব্যক্তিগত আইডিতে বেশ একটিভ থাকেন। তার ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে বেশকিছু পোস্ট শেয়ার করেন তিনি। ফেসবুকের এলগারিদমের সুবিধায় সেই পোস্টগুলো অনেক মানুষের নিউজফিডে চলে আসে। আর তাদের মধ্যে অনেকেই এসব পোস্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে তাদের আইডি ব্লক করেন। তবে সামাজিক যোগাযোগ দুনিয়ার এই জায়ান্টের নিয়ম অনুযায়ী, একটি আইডিকে একটি নির্দিষ্ট সংখ্যকবারই ব্লক করা যাবে। কোনো আইডিকে যদি তত সংখ্যক আইডি থেকে ব্লক করা হয় তাহলে ঐ আইডিকে নতুন কোনো ব্যক্তি আর ব্লক করতে পারবে না। আর ঠিক এই কারণেই মার্ক জাকারবার্গ আর তার স্ত্রী প্রিসিলা চ্যান-এর আইডি আর ব্লক করা যাবে না। তাহলে ভেবে দেখুন, নিজের প্রতিষ্ঠিত সাইট থেকে কতবার ব্লক হয়েছেন এই কনিষ্ট বিলিওনিয়ার!
এসএইচ/ডব্লিউএন
আরও পড়ুন