ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

আরও এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকা থেকে এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ  শুক্রবার সকাল ৯টার দিকে রোহিঙ্গা শিশুর ভেসে আসা লাশটি শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সাগর উপকূল থেকে উদ্ধার করে পুলিশ।

গত ২৯ আগস্ট থেকে আজ সকাল পর্যন্ত রোহিঙ্গাবাহী ২৩টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ১১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশু ৫৮, নারী ৩০ ও পুরুষ ২৩ জন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলের কাছে সাগরে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় আজ শুক্রবার সকালে এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ নিয়ে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার হলো। বৃহস্পতিবারের নৌকাডুবির ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছে।

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি