ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

আরও তিন দেশে মাইক্রোসফটের এমডির দায়িত্বে সোনিয়া বশির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ১৮ নভেম্বর ২০১৭

এখন থেকে চার দেশে মাইক্রোসফটের ‘ডিজিটাল ট্রান্সফরমেশনের’ লক্ষ্যপূরণ সংক্রান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির। তিনি প্রতিষ্ঠানটির নেপাল, ভুটান লাওস শাখারও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন। শনিবার মাইক্রোসফট বাংলাদেশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে সরকারি, বেসরকারি ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আসন্ন প্রযুক্তি বিপ্লব সংক্রান্ত অবকাঠামোভিত্তিক কাজ করবেন সোনিয়া ।

অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন মাইক্রোসফটের পাশাপাশি জাতিসংঘের আওতাভুক্ত টেকনোলজি ব্যাংক ফর ডেভেলপড কান্ট্রিজের (এলডিসিএস) গভর্নিং কাউন্সিল মেম্বার হিসেবে কাজ করছেন তিনি ।

সম্প্রতি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি ‍সপ্তাহে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) সংক্রান্ত সেরা দশ পথিকৃতের একজন হিসেবে সোনিয়া বশির কবিরকে স্বীকৃতি দিয়েছে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট। এছাড়া ২০১৬ সালে মাইক্রোসফট ফাউন্ডারস  করেন তিনি।

একে/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি