আরও তিনটি হজ ফ্লাইট বাতিল
প্রকাশিত : ১৩:১৩, ৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:৫৮, ৩ আগস্ট ২০১৮
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ শুক্রবারের তিনটি হজ ফ্লাইট বাতিল করে দিয়েছে। হজযাত্রী সংকটের কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে যাত্রী সংকটের কারণে গত ২৭ জুলাই দুটি, ৩১ জুলাই একটি, ১ আগস্ট দুটি ও গতকাল দুটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করেছিল বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। অর্থাৎ এ নিয়ে মোট ১০টি হজের বিশেষ ফ্লাইট বাতিল করা হল।
হজ ফ্লাইটগুলো বাতিলের জন্য সরাসরি হজ এজেন্সিগুলো দায়ি বলে জানিয়েছেন বিমানের মুখপাত্র শাকিল মেরাজ। তিনি জানন, হজ এজেন্সিগুলো যথাসময়ে টিকিট না কেনায় একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে। অথচ এসব এজেন্সিকে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। তাই এজেন্সিগুলো দ্রুত এগিয়ে না এলে সংশ্লিষ্ট হজযাত্রীরা বিপদে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন বিমানের এ মুখপাত্র।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। গত ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। হজ শুরুর আগে ২৬ আগস্ট পর্যন্ত হজ যাত্রীরা সৌদি আরবে যাবেন। সেপ্টেম্বরের শুরুতে হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হবে।
একে//