আরও ১০ পৃথিবীর খোঁজ পেল নাসা
প্রকাশিত : ১৫:০৭, ২৩ জুন ২০১৭
ছবি: সংগৃহীত
এই ব্রহ্মাণ্ডে যে আমরা একা নই, সেই বিশ্বাস আরও জোরালো করল নাসার কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি)।
আমাদের এই নীলাভ গ্রহটির মতোই পাথুরে আরও ১০টি ‘পৃথিবী’র হদিস মিলল। সোমবার নাসার তরফে তা ঘোষণা করা হয়েছে। আমাদের পৃথিবী যেমন এই সৌরমণ্ডলে বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাসের তুলনায় আকারে ছোট, তেমনই চেহারা সদ্য হদিশ মেলা ১০টি ‘পৃথিবী’র। আর সেই ১০টি ‘পৃথিবী’ই তাদের নক্ষত্র বা তারা থেকে রয়েছে ঠিক সেই দূরত্বে, যেখানে থাকলে সেগুলি বাসযোগ্য হতে পারে। সেগুলিতে প্রাণ থাকতে পারে। আর জল তরল অবস্থায় থাকতে পারে সেই গ্রহগুলির পিঠে বা সারফেসে। নক্ষত্র থেকে কোনও গ্রহের সেই দূরত্বকে বলে ‘গোল্ডিলক্স জোন’।
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, সিগনাস নক্ষত্রপুঞ্জে যে ২ লক্ষ তারার ওপর নজর রেখেছিল কেএসটি, তার মধ্যে সন্ধান মিলেছে ২১৯টি ভিন গ্রহের। আর সেই ২১৯টি ভিন গ্রহের মধ্যে অন্তত ১০টি একেবারেই আমাদের পৃথিবীর মতো পাথুরে। আর সেগুলি রয়েছে গোল্ডিলক্স জোনে। এই নিয়ে গত ৮ বছরে মোট ৪ হাজার ৩৪টি ভিন গ্রহের হদিশ পেল কেএসটি। তাদের মধ্যে এ বারের ১০টিকে নিয়ে পৃথিবীর মতো ‘বাসযোগ্য’ গ্রহের সংখ্যা দাঁড়াল ৪৯টি।
সূত্র: বাংলাবাজার পত্রিকা।
আরও পড়ুন