ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরও ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে বাংলালিংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৪৮, ১৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

আগামী তিন বছরে ব্যবসা বাড়াতে দেশে আরও ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে বাংলালিংক। মোবাইল অপারেটরগুলোর মধ্যে নিজেদের শীর্ষে নিয়ে যেতে নেটওয়ার্কের উন্নয়ন, ফোরজি নেটওয়ার্ক সেবা দেওয়াসহ বিভিন্ন ভাবে এই বিনিয়োগ করবে বাংলালিংকের মাতৃপ্রতিষ্ঠান ভিওন।

তৃতীয় অবস্থানে থাকে বাংলালিংক নতুন বিনিয়োগ করলে তাদের মোট বিনিয়োগ দাঁড়াবে সাড়ে তিনশ’ কোটি ডলার বা ২৮ হাজার কোটি টাকা। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি সংবাদ সম্মেলন করে নতুন করে এই বিনিয়োগের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বাংলালিংক এ পর্যন্ত ২৫০ কোটি মার্কিন ডলারেরও বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। আর জাতীয় তহবিলে বাংলালিংকের অবদান ২৪০ কোটি মার্কিন ডলার। নতুন করে এই বিনিয়োগ দেশের টেলিকম খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ইভস্ সার্লিয়ার, বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস্‌, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস আসিফ আহমেদ।

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি