ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরও ২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত দু’জনেই ঢাকার হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে দেশে সর্বমোট ২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে ১৪ জন রোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৩৬৮ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন রয়েছেন। একইসময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৩১ জন।  ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪৮ জন এবং ঢাকার বাইরে ৩৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি