ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরও ২১ জনের মৃত্যু, সুস্থ ১৫৯১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ১ অক্টোবর ২০২০ | আপডেট: ১৮:১২, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

দেশে করোনাভাইরাস শনাক্তের ২০৮তম দিনে (গত ২৪ ঘণ্টায়) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ২৭২ জন। 

করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৭ সেপ্টেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৫ দশমিক ৭৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ১২ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪২০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫০৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ শনাক্তের সংখ্যা ৭২ জন বেশি। গতকাল ১৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। আগের দিন এ হার ছিল ১০ দশমিক ৭১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৪৯ শতাংশ বেশি।

দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৫৯ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৬৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৮ দশমিক ৬৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৪১০ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ১৫৫ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৭৪৫টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১০৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪২০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৪০৪ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৯৮৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে। -বাসস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি