ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরও ২৮৩ রোহিঙ্গা ঢুকল বাংলাদেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে রোহিঙ্গাদের আসার ঢল যেন থামছেই না। গত দু’দিনে আরোও ২৮৩ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ দিয়ে এ সকল রোহিঙ্গা  প্রবেশ করে।

টেকনাফের সাবরাং হারিয়াখালীর সেনাবাহিনী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোনোভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না। কোনো না কোনো সীমান্ত দিয়ে প্রতিদিন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৫৯ পরিবারে ২৮৩ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে।

তিনি আরোও বলেন, পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের প্রথমে সাবরাং হারিয়া সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নিয়ে আসা হয়। এরপর চাল, ডাল, সুজি, চিনি, তেল ও লবণ দিয়ে গাড়িতে করে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।

এদিকে গত বছরের ২৫ আগস্টের পর থেকে নতুন করে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।  

উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। স্বাক্ষরের পরও রোহিঙ্গা অনুপ্রবেশ থামানো যাচ্ছে না।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি