ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আরজি কর কাণ্ডে ১৫ কিলোমিটার জুড়ে মানববন্ধন পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২৪

কোলকাতার নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার এক মাস পূর্তিতে আবারও রাত দখল কর্মসূচি পালন হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন চলচ্চিত্র তারকা, শিক্ষার্থী, রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অংশ নেন নিহত তরুণীর মা-বাবাসহ পরিবারের সদস্যরাও। এ সময় উত্তর-২৪ পরগোনায় নিহত মৌমিতার বাড়ি থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে রোববার রাতে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। হাজার হাজার মানুষ তাতে অংশ নেন। সমাজের সব স্তরের সব বয়সের মানুষ এই মানববন্ধনে হাত মিলিয়েছেন। অনেকেই গলায় প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে নিয়েছিলেন।

মোমবাতি মিছিলও হয়েছে বিভিন্ন জায়গায়। গড়িয়াহাটে বিক্ষোভ করেছে ৪৯টি স্কুলের সাবেক শিক্ষার্থীরা। 
এদিকে, এই ঘটনায় একমাত্র গ্রেফতার ব্যক্তি সঞ্জয় রায়কে আজ আবারো সুপ্রিম কোর্টে তোলা হবে। এটি মামলার দ্বিতীয় শুনানি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি