ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আরজিকর কাণ্ডের মাসপূর্তি: রাত দখল কর্মসূচি নারীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৮ সেপ্টেম্বর ২০২৪

ভারতের কোলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনার একমাস পূরণ হলো আজ। ১৪ আগস্টের মতো আজও রাত দখল কর্মসূচি পালন করবে নারীরা। 

কোলকাতা ছাড়াও রাজ্যের অন্যান্য জায়গায় নারীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। বিকালে প্রতিবাদ মিছিল করবেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা। এছাড়া কোলকাতার বিশাল এলাকাজুড়ে রাস্তায় এঁকে প্রতিবাদ জানাবেন শিল্পীরা। 

আগের কর্মসূচির উদ্যোক্তারা এবারও কলকাতা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘রাত দখল’ করার আহ্বান জানিয়েছেন। এ বার কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’।

এদিকে, ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। রোববার যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশের অন্তত ৭০টি শহরে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ করা হবে।

গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি