ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আরফিন টিলায় মিলল আরও ২ লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১ মার্চ ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাথর তোলার সময় পাড় ধসে ৩ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার আরফিন টিলায় বশর মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয়রা কাঁচা মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে। কিন্তু আফাজ উদ্দিন (৪৩) ও জহির মিয়া নামে আরও দুইজন নিখোঁজ ছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল তাদের দুইজনের লাশ উদ্ধার করে।

নিহত সকলের বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।

খবরের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বুধবার বিকেলে বশর মিয়ার কোয়ারিতে পাথর তোলার সময় পাড় ধসের ঘটনা ঘটে। শাহ আরফিন টিলায় প্রায় ৭০ ফুট গভীর গর্ত করে অবৈধভাবে পাথর তোলার সময় এ ধস নামে। এতে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। ঘটনার পরপরই স্থানীয়রা কাঁচা মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে। কিন্তু নিখোঁজ আফাজ উদ্দিন (৪৩) ও জহির মিয়া নামের দুই শ্রমিকের লাশ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে উদ্ধার করে।

এ নিয়ে গত এক সপ্তাহে কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর তোলতে গিয়ে আটজন নিহত হলেন।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি