আরাফাতের গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ হিরো আলমের
প্রকাশিত : ১৭:৫৭, ২৭ আগস্ট ২০২৪
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের গ্রেপ্তারের সংবাদে মিষ্টি নিয়ে গুলশান থানায় গেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান হিরো আলম।
হিরো আলম বলেন, ‘কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমে জানতে পারলাম আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি। এখানে আশপাশে যারা আছেন তাদের মিষ্টি খাওয়াব।’
তিনি বলেন, ‘এ ছাড়া বুধবার (২৮ আগস্ট) আরাফাতের নামে মামলা করব। এ জন্য ইতোমধ্যে সিদ্ধান্তও নিয়েছি। কেননা এর আগে নির্বাচনের সময় আমাকে হত্যাচেষ্টা করেছিলেন তিনি।
এমনকি আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছেন আরাফাত। এ কারণে তার নামে মামলা করব।’
এর আগে গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা।
আরও পড়ুন