আরেকটি নতুন রেকর্ড গড়লেন ফিঞ্চ
প্রকাশিত : ১৭:০০, ৯ জুলাই ২০১৮
অস্ট্রেলিয়ার ওপেনার ফিঞ্চ গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। ইতোমধ্যে ছাড়িয়েন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের ইনিংসটির পর অস্ট্রেলিয়ান ওপেনার ছুঁয়েছিলেন ৯০০ রেটিং পয়েন্ট। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথমবার এই মাইলফলকের দেখা পেলেন কেউ।
গত ৩ জুলাই রেকর্ড ইনিংসটির পর দুই ম্যাচে ভালো করতে পারেননি ফিঞ্চ। ফাইনালে আবার খেলেছেন ২৭ বলে ৪৭ রানের ইনিংস। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শেষে তার রেটিং পয়েন্ট ৮৯১। তবে ৯০০ ছোঁয়া প্রথম ব্যাটসম্যান হিসেবে ইতিহাসে তার নাম লেখা হয়ে গেছে আগেই।
২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ দলীয় এই র্যাঙ্কিং। এই বছরের ৩১ ডিসেম্বর স্বাগতিক অস্ট্রেলিয়া ও র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৯ দল সরাসরি খেলবে ২০২০ বিশ্বকাপে। বাকি ৬টি দলকে পেরিয়ে আসতে হবে ১৪ দলের বাছাইপর্ব।
এসএইচ/