ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

আরো অবরোধ আসছে কাতারের উপর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:৫৩, ৩১ জুলাই ২০১৭

১৩ দফা দাবি মেনে না নেওয়ায় কাতারের উপর নতুন অবরোধ আরোপ করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। রোববার বাহরাইনের রাজধানী মানামায় ৪ দেশের মধ্যে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আরব আল হায়াত।

সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে গত ৫ জুন কাতারের সঙ্গে ৪ দেশ সম্পর্ক ছিন্ন করে। ওইদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপ-সাগরীয় অঞ্চলের আরো দুই দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ভাঙ্গনের সুর উঠে জিসিসি। গত একমাসে তা আরও তীব্র রূপ নিয়েছে। আকাশপথ, স্থলপথ, পানিপথ সবখানেই কাতারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি জোট।

যদিও দোহা বরাবরই সব অভিযোগ অস্বীকার করে এসেছে। এমনকি সৌদি জোটের নিষেধাজ্ঞা না মানলেও তাদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়ে দেয়। তবে সব মিলিয়ে আলোচনার মাধ্যমে সমাধান চায় কাতার।

আল হায়াতের বলা হয়, ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের উপর নতুন অবরোধ আরোপের কথা ভাবছেন। কাতারকে অর্থনীতিকে পঙ্গু করতে পারে- এবার এমন ধরনের অবরোধ আরোপ করা হচ্ছে।

তবে কোন কোন খাতে অবরোধ আসতে পারে- সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি প্রতিবেদনে।

প্সংকট নিরসনে সৌদি জোটের দেওয়া ১৩ শর্তের প্রথমটি ছিল আল-জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া। এর পরের শর্ত হিসেবে ইরান ও তুরস্কের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক হ্রাসের দাবি করা হয়। এছাড়া কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়ার দাবিও জানানো হয়। এছাড়া দাবিতে ওই এলাকার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার কথাও বলা হয়।

কাতারে অবস্থান করা ওই চার দেশের তালিকাভূক্ত সন্ত্রাসীদের হস্তান্তরের দাবিও জানায় সৌদি জোট। চরমপন্থী যেকোনো সংগঠনে অর্থায়ন বন্ধ করার বিষয়টিও গুরুত্ব সহকারে বলা হয়।

কিন্তু কাতার এসব শর্তে কোনোটিই মানতে নারাজ।

এদিকে কাতার যখন শর্তগুলোর ব্যাপারে ভ্রক্ষেপ করছিল না, তখন তাদের উপর দেওয়া ১৩ শর্ত থেকে সরে আসে সৌদিরা। এর পরিবর্তে ৬টি মূলনীতি মেনে চলার আহ্বান জানানো হয়।

এ ‘মূলমন্ত্র’গুলোর মধ্যে রয়েছে-সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবিলার অঙ্গীকার করা, সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য অর্থায়ন না করা ও তাদের জন্য নিরাপদ আশ্রয় না হওয়া, প্ররোচনা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি