ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টাইন গোলকিপারকে হত্যার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন লিগের ফাইনালের কথা নিশ্চই মনে আছে। গোলকিপার লোরিস কারিয়াসের দুই ভুলের কারণেই সেদিন চ্যাম্পিয়ন লিগের ট্রফিটা লিভারপুলের কাছ থেকে ফসকে গেছিল। আর সেদিনই হত্যার হুমকি পেয়েছিল কারিয়াস। এবার সেই হত্যার হুমকিরই যেন পুনরাবৃত্তি ঘটল। 

বিশ্বে জুড়েই আর্জেন্টিনা-ব্রাজিলের কোটি কোটি ভক্ত-সমর্থক। দল জিতলে তারা যেমন আনন্দ মিছিল বের করেন ঠিক তেমনি হারলে হৃদয় ভাঙে তাদের।
দলের পরাজয়ের জন্য মেসিদের পাশাপাশি সমালোচনা হচ্ছে গোলরক্ষক উইলি কাবোয়েরোকে নিয়ে। উগ্রবাদী সমর্থকরা আর্জেন্টিনার গোলরক্ষককে হত্যারও হুমকি দিয়েছেন।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে ক্রোয়েশিয়ার রিবেকের হাতে তুলে দেন কাবোয়েরো। রিবেক এক মুহূর্তও দেরি না করে বল পাঠিয়ে দেন জালে। আর সেই গোলইতো ওইদিন আর্জেন্টিনাকে এলোমেলো করে দিয়েছে। এমন একটা ভুলের জন্য কাবায়েরো নিজেও অনুতপ্ত। তবে অনুতপ্ত হলেও আর্জেন্টাইন ভক্তরা মানতে পারছেন না।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি