ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনাকে উড়িয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ২২:১৪, ৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনাকে রীতিমত উড়িয়ে দিয়ে ভিন্ন এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এটা কোনো ফুটবল বিশ্বকাপের মঞ্চ না হলেও ফুটবলপ্রেমীদের জন্য ছিল উত্তেজনার অন্য এক লড়াই। সবশেষ আর্জেন্টিনাকে হারিয়ে এই প্রতিযোগিতার ‘বিশ্বচ্যাম্পিয়ন’ হয়েছে লাল-সবুজের দেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের একটি পোলভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটি। অংশ নেয় ৬৪টি দেশ। ভোটের ক্ষেত্রে প্রতি রাউন্ডে দুটি দেশের জন্য রাখা হয় দুটি রিঅ্যাকশন বাটন (লাভ অথবা কেয়ার)।

সেই টুর্নামেন্টের প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। একইভাবে ভোটের ফলাফলে মেগা ফাইনালে ওঠে আর্জেন্টিনাও।

শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত সেই ফাইনাল পোলে আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। ২১ ঘণ্টার অনলাইন ভোটের লড়াইয়ের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে রীতিমতো আকাশ-পাতাল ব্যবধান দুদলের। বাংলাদেশের প্রাপ্ত ভোট (রিঅ্যাকশন) ৯ লাখ ১৬ হাজারের বিপরীতে আলবিসেলেস্তেদের অর্জন মাত্র ১৯ হাজার।

টুর্নামেন্টের প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পথে রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলকেও হারিয়েছে বাংলাদেশ। আর ফাইনালে সামনে পায় বাংলাদেশকে। যারা গোটা টুর্নামেন্টে একক আধিপত্য বিস্তার করে জায়গা করে নেয় ফাইনালে। সব শেষ আকাশী-নীলদের হারিয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ হয় বাংলাদেশ।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি