ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনাকে সমতায় ফেরালো ডি মারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ৩০ জুন ২০১৮ | আপডেট: ২২:১৪, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে আর্জেন্টিনাকে সমতায় ফেরালো ফরোয়ার্ডার ডি মারিয়া। ১৩ মিনিটে পেনাল্টি থেকে দেওয়া ফ্রান্সের গোল ৪১ মিনিটে শোধ দেন ডি মারিয়া। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে নক আউটের পর্বের প্রথম ম্যাচে লড়ছে ফ্রান্স ও আর্জেন্টিনা। টান টান উত্তেজনাকর হবে এই ম্যাচ এমনটা অনুমান করাই ছিল। সেই অনুমান বাস্তব করতেই যেন ১৩ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়ান ফ্রেঞ্চ মিডফিল্ডার গ্রিজম্যান। আর ৪১ মিনিটে দুর্দান্ত এক শটে সেই গোল পরিশোধ করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান ডি মারিয়া।

এই গোলের মাধ্যমে টিকে থাকার লড়াইয়ে নিজেদের আশা জাগিয়ে রাখল আর্জেন্টিনা। গোল পোস্ট থেকে ১৩ দশমিক ছয় গজ দূর থেকে নেওয়া এই শটে আসা গোলই এবারের বিশ্বকাপের সবথেকে দূরবর্তী শটের গোল। 

কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মেসিদের শিবিরে আছে গোলরক্ষক আরমানি, মারকাডো, টাগলিয়াফিকো, বেনেগা, মেসি, ডি মারিয়া, মাসচেরানো, পেরেজ, রোজো, অটামেন্ডি এবং প্যাভন।

আর ফ্রেঞ্চ শিবিরে আছে গোলরক্ষক লোরিস, প্যাভার্ড, ভারানে, উমিতি, পগবা, গ্রিজম্যান, গিরাউদ, মেবাপে, কান্তে, মাতৌদি এবং হার্নান্দেজ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি