ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২২ মে ২০১৮

দলটা আর্জেন্টিনা বলেই এত আগ্রহ-অপেক্ষা। একে একে প্রতিটি দলই যখন বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করছে, তখন আর্জেন্টাইন ভক্তরা তাকিয়েছিলেন আর্জেন্টাইন কোচ সাম্পাওলির দিকে। অবশেষে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন সাম্পাওলি। সাম্পাওলির চূড়ান্ত দলের তালিকায় জায়গা হয়নি সিরিআ লীগে দারুণ পারফরমেন্স করা ইকার্দির।

গোলরক্ষক : সার্জিও রোমেরো, উইলি কাবাল্লেরো ও ফ্রাঙ্কো আরমানি।

রক্ষণভাগ : গ্যাব্রিয়েল মার্কাদো, ক্রিশ্চিয়ান আনসালদি, নিকোলাস ওতামেন্দি, ফেদ্রেরিকো ফাজিও, মার্কস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কস আকুইনা ও এদুয়ার্দো সালভিও।

মিডফিল্ড : হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, এঞ্জেল ডি মারিয়া ও ম্যাক্সি মেজা।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন ও ক্রিস্টিয়ান পাভন।

সূত্র: গোল ডট কম
এমজে/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি