ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনার লক্ষ্য সেমি-ফাইনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

 রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠাই এখন মেসিদের জন্য ভালো লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির ফুটবল সংস্থার সভাপতি ক্লাউদিও তাপিয়া। সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের অবস্থান তুলে ধরতে তিনি বলেন, আমরা এখনই শিরোপা জয়ের লক্ষ্য ঠিক করছি না। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার জন্য।

তিনি আরোও বলেন, বর্তমানে আমাদের লক্ষ্য হলো সেরা চারে অবস্থান করা।

মেসিকে বিশ্বসেরা তারকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের উন্নতি হয়েছে কারণ আমাদের বিশ্বসেরা খেলোয়াড় আছে।

উল্লেখ্য, ‘ডি’ গ্রুপে মেসিদের প্রতিপক্ষ হলো আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। শনিবার মস্কোয় আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা।

 

এমএইচ/ এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি