ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনার সাফল্যের নেপথ্যে স্বয়ং ফুটবল ঈশ্বর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চলতি কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পরে লিওনেল মেসি মনে করছেন, ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার হাত রয়েছে তাদের জয়ের পিছনে। স্বর্গ থেকে দিয়োগোর আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে বলেই এতটা দূরে আসতে পেরেছেন তারা।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘‘ম্যারাডোনা আমাদের স্বর্গ থেকে দেখছেন। তার আশীর্বাদেই আমরা এত দূর এসেছি। আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন উনি। আশা করছি, শেষ পর্যন্ত এই আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে।’’ 

সেমিফাইনালে উঠে তারা কতটা স্বস্তি পেয়েছেন তাও জানিয়েছেন মেসি। তিনি বলেন, “লাউতারোর গোলটা করার সময় প্রচণ্ড আনন্দ হয়েছিল। মনে হচ্ছিলো বুক থেকে একটা বিরাট পাহাড় নামিয়ে দিয়েছে। দেশের সমর্থকদের সঙ্গে আমরা উল্লাস করেছি। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। সমর্থকরাও খুব খুশি।”

কোয়ার্টার ফাইনালে নামার আগে ম্যারাডোনা কন্যা দালমাও জানিয়েছিলেন, দলের সঙ্গেই আছেন ফুটবল ঈশ্বর। বুয়েনস আইরেস থেকে ভিডিও বার্তায় আর্জেন্টিনা দলকে জয়ের জন্য কাতর অনুরোধ জানিয়েছিলেন দালমা। তিনি বলেন, “লিও, তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতেই হবে। মনে রেখো, বাবা কিন্তু তোমাদের উপর থেকে দেখছেন। এই আর্জেন্টিনার দ্বাদশ ব্যক্তি দিয়েগো ম্যারাডোনা। নিজেদের উজাড় করে দাও। নেদারল্যান্ডস তোমাদের সামনে হার মানতে বাধ্য হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বাবার অফুরন্ত শক্তি ভর করুক তোমাদের ওপরে।”

শুধু ম্যারাডোনা-কন্যাই নন, আর্জেন্টিনাকে নিয়ে স্বপ্ন দেখছেন কার্লোস বিলার্দোও। ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের কোচ এখনও জানেন না, তার প্রিয় শিষ্য এই গ্রহ ছেড়ে চলে গেছেন। শারীরিক অসুস্থতার কারণেই তাকে সেই খবর দেওয়া হয়নি। 

সেই বিলার্দোও মুখ খুলেছেন। আর্জেন্টিনার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বিলার্দো বলেছেন, “এখনও পর্যন্ত মেসিরা যে ফুটবল খেলেছে, তা বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপ জেতা কতটা প্রয়োজনীয় হয়ে পড়েছে ওদের কাছে। আমি মনে করি, মাঠে নেমে বিপক্ষকে বাড়তি সমীহ করার প্রয়োজন নেই। নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে পারলেই অনায়াসে ম্যাচ জিতবে আর্জেন্টিনা।”

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি