ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

আর্জেন্টিনার ৬-১ পরাজয় সইতে পারছিলেন না মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ২৮ মার্চ ২০১৮

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কাছে একেবারে ধরাশায়ী হয়েছে ম্যারাডোনাদের উত্তরসূরিরা। আর সেই পরাজয়ের দৃশ্য সাইডবেঞ্চে বসে দেখছেন বর্তমানে ফুটবলের শীর্ষ তারকা লিওনেল মেসি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে মাঠে নামতে না পারলেও, বার্সা সতীর্থদের কাছে একের পর এক গোল খাওয়ার দৃশ্য দেখে সইতে পারছিলেন না মেসি।

কয়েকবার গ্যালারি ছেড়ে চলে যেতে চেয়েছেন, কিন্তু পারেননি। মন থেকে হয়তো তাগাদা অনুভব করছিলেন, মেসি বসে থাকতে পারে না। বার্সা সতীর্থদের কাছে এভাবে গো হারা হারবে তা কল্পনাও করতে পারেনি আগের ম্যাচে ইতালিকে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা,মেসিও হয়তো ভাবেনি। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ইস্কো করেছেন তিনি গোল। আর গ্যালারিতে দাঁড়িয়ে তাই হজম করছিলেন মেসি।

স্পেনিশ স্ট্রাইকারদের মুহূমুহু আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগ একেবারে দুমড়েমুচড়ে যায়। এ সময় হসপিটালিটি বক্সে মেসিকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। ৭৪ মিনিটে ইস্কো হ্যাটট্রিক পূর্ণ করলে মেসিকে হসপিটালি বক্সের ভেতর পায়চারি করতে দেখা যায়। 

সূত্র: মিরর

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি