ঢাকা, সোমবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৫

আর্টপিক্সের কর্মশালায় শিল্পীদের তুলিতে জলরঙ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

তথ্য প্রযুক্তির এই যুগে তরুণ প্রজন্ম যখন স্মার্টফোন আর ভার্চুয়াল জগতে ডুবে থাকছে ঠিক তখন নিজ সাংস্কৃতিকে ধারণ করতে আর্টপিক্স আয়োজন করেছিল দুদিন ব্যাপী জলরঙ কর্মশালা।

গত শুক্র ও শনিবার এ কর্মশালা রাজধানীর মিলিটারি মিউজিয়াম থ্রিডি আর্ট গ্যালারি অনুষ্ঠিত হয়। এতে গেস্ট আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান চিত্রশিল্পী শাহানুর মামুন। 

যিনি তার অনন্য দক্ষতা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির জন্য ‘জলরঙের কবি’ হিসেবে পরিচিত। তার তুলির ছোঁয়ায় জলরঙ এক নতুন মাত্রা পেয়েছে, যা তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস।

প্রায় ৩০ জন বিভিন্ন বয়সি চিত্রশিল্পী এ কর্মশালায় অংশ নেন।

আর্টপিক্স কম্পানির ম্যানেজিং ডিরেক্টার রেইভান হাসান বলেন, ‘চিত্রশিল্প তরুণদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার ও তা সংরক্ষণের সুযোগ করে দেয়। এটি তাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে।’

আর্টপিক্স কম্পানির সিওও সোহানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শিল্পীদের একটি দল গঠন করে বিভিন্ন গ্রামে গিয়ে কর্মশালা ও আর্ট ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যার ফলে শহরের আধুনিক শিল্প এবং গ্রামের ঐতিহ্যবাহী শিল্পের সমন্বয় ঘটিয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা যায়। এটি দেশের চিত্র শিল্পের প্রসার নিশ্চিত করবে।’

অনুষ্ঠানে ‘ফার ওয়েল এন্ড গ্যাস’রগ্রুপ সিইও তানজিমুল আনোয়ার পাভেল উপস্থিত ছিলেন। পরে কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল শিল্পীকে সনদপত্র প্রদান করা হয়।

আর্টপিক্স লিমিটেডের পরিচালনায় এই গ্যালারিতে নিয়মিত চিত্রকলা কর্মশালা, শিল্প প্রদর্শনী এবং নতুন প্রযুক্তিনির্ভর শিল্পকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখানে দেশ বিদেশের শিল্পপ্রেমীরা একত্রিত হয়ে শিল্প সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি