ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্মি গলফ ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১৪ আগস্ট ২০১৯ | আপডেট: ১৪:৫৭, ১৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত একটি টেরাকোটার ‘ইতিহাস আমার অহংকার’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনের দক্ষিণ-পূর্ব পাশের দেয়ালে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত এই টেরাকোটার উদ্বোধন করেন তিনি।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গলফ ক্লাবের সন্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের রূপকার ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত টেরাকোটা ‘ইতিহাস আমার অহংকার’-এ বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ছয় দফা, ৭ মার্চের কালজয়ী ভাষণ, স্বাধীনতা যুদ্ধের খণ্ডচিত্র এবং এই সকল কার্যক্রমের ইতিহাস ফুটে উঠেছে। ভাস্কর্য শিল্পী মৃণাল হক আর্মি গলফ ক্লাবের দেয়ালে শিল্পকর্মটি নির্মাণ করেন।

সূত্র: বাসস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি