আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৯:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৯
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘রিকভারি অব নন পারফর্মিং ইনভেস্টমেন্টস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ফজলুল করিম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.আব্দুর রহীম দুয়ারি, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার বিনিয়োগ বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো.ফজলুল করিম বলেন, ব্যাংকের উন্নয়নে নন পারফর্মিং বিনিয়োগ দ্রুত আদায় করতে হবে এতে একদিকে যেমন ব্যাংকের ব্যবসা বাড়বে, অন্যদিকে দেশের আর্থিক খাতেরও উন্নতি হবে।এসময় তিনি নন পারফর্মিং বিনিয়োগ আদায়ে বিভিন্ন আইনি দিক নিয়েও আলোচনা করেন।
কেআই/
আরও পড়ুন