ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ৬ মে ২০১৮

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘রিস্ক বেইজড ইন্টারনাল অডিট সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন’শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হক, ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহীম দুয়ারি এবং ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ব্যাংকের সার্বিক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, একজন গ্রাহকের আমানত ও বিনিয়োগের রক্ষনাবেক্ষণের দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন ব্যাংকারকে অবশ্যই সততা এবং আন্তরিকতার মাধ্যমে কাজ করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারে জন্য সকলকেই দক্ষ হতে হবে। তিনি কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তি

আরকে//টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি