আল নাসরের জার্সিতে রোনালদোর প্রথম গোল
প্রকাশিত : ১০:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩
অপেক্ষার হলো অবসান। অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে গোলের দেখা পেয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও রোনালদোর গোলের দিনেও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে আল নাসর।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগে যোগ করা সময়ে ক্লাবের হয়ে নিজের প্রথম গোলটি করেন রোনালদো।
ম্যাচের ১২ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান তেইয়োর গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ ফতেহ। ৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকা নাসরকে সমতায় ফেরান।
খেলার ৫৮তম মিনিটে সোফিয়ানের গোলে এগিয়ে যায় স্বাগতিক ফতেহ। এরপর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে রোনালদোর সফল স্পট কিকে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
চলতি মৌসুমে লিগে এ নিয়ে মাত্র দ্বিতীয় গোল করলেন রোনালদো। প্রথমটি পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।
এমএম/