ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আল নাসরের জয়ে রোনালদোর গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

সৌদি প্রো লিগে আল নাসরের জয়ে ফেরার ম্যাচে গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

টানা তিন ম্যাচে গোলশূন্য থাকার পর জালের দেখা পেলেন পতুর্গিজ তারকা। সেই সঙ্গে তার দল আল নাসর লিগে ফিরল জয়ের পথে। 

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে আল নাসর। ম্যাচের ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। আর ৮৬তম মিনিটে আল নাস্‌রের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা।

আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় দলটি। 

২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি